মহাস্থান নিউজ:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যেসব ঠিকাদার যথোপযুক্ত কারণ ছাড়া মাঝপথে কাজ বন্ধ রেখেছে তাদের কার্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে ১৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৬, ১৭ ও ১৮তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের ঠিকাদারদের সামর্থ্য যথাযথভাবে যাচাই করে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়। যেসব ঠিকাদার যথোপযুক্ত কারণ ছাড়া মাঝপথে কাজ বন্ধ রেখেছে তাদের কার্যাদেশ বাতিলপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও পুনঃটেন্ডারের সুপারিশ করা হয়।
কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানসমূহের দীর্ঘদিনের পেন্ডিং কাজগুলোর তালিকা প্রস্তুতকরণ ও বৈঠকে তালিকাগুলো উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, মো. শাহ আলম এবং মো. ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।