মহাস্থান খেলা: অল্প কদিনেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছেন তাওহিদ হৃদয়। এবার তিনি ডাক পেয়েছেন বিদেশি লিগেও। শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন হৃদয়।
গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের টপঅর্ডার এই ব্যাটারকে। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে নিজেদের দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা। এলপিএলের এবারের আসর শুরু হবে ৩০ জুলাই, চলবে ২০ আগস্ট। এ সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তাই তাসকিন-হৃদয় অনাপত্তিপত্র পেতেও পারেন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে এবারের এলপিএলে খেলবেন মোহাম্মদ মিঠুন। নিলাম থেকে তাকে কিনেছে গল গ্লাডিয়েটর্স।