বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরুর আগে শিরোপার দাবিদার অন্যতম দাবিদার না হলেও ফেভারিটদের কাতারেই রাখা হচ্ছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট স্ট্রাইকার্সকে। তবে মূল আসের শুরুর পরই দেখা গেল ভিন্ন চিত্র। একের পর এক ম্যাচে হারে পয়েন্ট টেবিলের তলানিতে স্থান হয়েছে গত আসরের ফাইনালিস্টদের। আজ চট্টগ্রামকে হারিয়ে সুযোগ ছিল সিলেটের পয়েন্ট টেবিলে নাম লেখানোর তবে মাশরাফীর দল আজকের পরীক্ষাতেও ব্যর্থ হলো। ফলে চার ম্যাচে চার হারে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হচ্ছে মাশরাফীর দলের।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে টম ব্রুস ও তানজিদ তামিমের অর্ধশতকে ১৭ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় চট্টগ্রাম।
বিস্তারিত আসছে…