মহাস্থান নিউজ:
বিএনপির পদযাত্রায় সংঘর্ষের পরে দিন বগুড়ায় ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে’ ইয়াকুবিয়া স্কুল বন্ধ ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি স্কুলের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রি, শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে জানান যাচ্ছে যে, অনিবার্য কারণবশতঃ আগামী ১৯ জুলাই (আজ বুধবার) বিদ্যালয়ের পাঠদান স্থগিত থাকবে। একই সাথে গ্রীষ্মকালীন অবকাশ, হিজরী নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার আগামী ২ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার থেকে পাঠদান যথারীতি চলবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বুধবারের প্রাথমিক স্তরের CT2 পরীক্ষা ২৩ আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার যথাসময়ে (সকাল ৮টা-৯টা) অনুষ্ঠিত হবে।’
কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত জানতে চাইলে বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন, ‘গতকালের ঘটনায় ছাত্রীদের মধ্যে রেশ রয়ে গেছে। এখনও তারা আতংকিত । তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একদিন স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার থেকে গ্রীষ্মকালনী ছুটি থাকবে।’
গতকাল মঙ্গলবার বগুড়ায় শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির পদযাত্রাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে৷ দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রাকালে ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এই সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ধোঁয়ায় ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রী অসুস্থ হয়ে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়। পরে ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে তাদের চিকিৎসা শেষে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।