মহাস্থান নিউজ:
বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কাটাখালী পশ্চিমপাড়া এলাকার স্থানীয় একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কাটাখালী পিছনপাড়া শাহার আলীর ছেলে সুলতান আহম্মেদ শান্ত (২০), হেলাল প্রামানিকের ছেলে সজল মিয়া (১৯) এবং কাটাখালী পশ্চিমপাড়া গ্রামের দুরুল সাকিদারের ছেলে মো. তরিকুল ইসলাম (২১)।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।