মহাস্থান নিউজ: শ্বাসরুদ্ধকর লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। হারের শঙ্কা জাগলেও বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন তাওহীদ হৃদয় আর শামীম পাটোয়ারী। আফগান বোলারদের বিপক্ষে এই দুই তরুণ ব্যাটার ঢাল হয়ে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনে টাইগারদের জন্য। আফগান দলতি রশিদ খান অবশ্য জানিয়েছেন মাঝে বৃষ্টি আর ভেজা মাঠের কারণেই হারতে হয়েছে তাদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রোমাঞ্চকর শেষ ওভারে এসে ২ উইকেটের জয়ের দেখা পায় বাংলাদেশ। আগে ব্যাট ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করেছিলো আফগানিস্তান। ১৫৫ রানের টার্গেটে প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মাঝে হৃদয় আরভ শামীম বাংলাদেশকে জয়ের প্তহেই রেখেছিলো। শেষ ইভারে করিম জানাতের হ্যাটট্রিকে উত্তেজনার পারদ চড়লেও ১৯.৫ ওভারে জয় নয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘মাঠ ভেজা থাকায় আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। তাতে আমাদের শক্তি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তারপরও আমরা ভালো বোলিং করেছি। বল হাতে যতটুকু করা যায়, তার সবটুকু আমরা আদায় করেছি।’
আফগান অধিনায়ক আরও বলেন, ‘আমাদের আরও ২০ থেকে ২৫ রান বেশি হলে ভালো হতো। প্রথমদিকে ব্যাটসম্যানরা একটু সাবধান হলে সেটি সম্ভব ছিল। যদিও মনে হয়েছিল এই রান যথেষ্ট। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো সময়ে ম্যাচ বের হয়ে যেতে পারে।’
এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করা অভিজ্ঞ মোহাম্মদ নবীর প্রশংসা করে রশিদ বলেন, ‘নবী দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে গেছে এবং খেলাটিকে জমিয়ে তুলেছে। তার হাফ সেঞ্চুরি অসাধারণ ছিল। তার মতোই সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে সামনে।’