মহাস্থান নিউজ:
আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী।
আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার এবং বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আইনমন্ত্রী আনিসুল হকের সাথে একটি বৈঠকে অংশ নেন। এই বৈঠক নিয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করা হবে বলেও জানান তিনি।
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশে যথাযথ আইনী অবকাঠামো আছে বলে মার্কিন আন্ডার সেক্রেটারিকে জানিয়েছেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এখন যে কোনোও অপরাধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয়। শ্রমিক নেতা শহিদুলের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে।
এছাড়াও তত্ত্বাবধায়ক ও মানবাধিকার নিয়ে কোনোরকম আলোচনা হয়নি বলেও জানান তিনি।