মহাস্থান নিউজ:
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার হাসান জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে বগুড়ার সদরে হাসান জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মিলের পাটের কাঁচামাল ও পন্য ভস্ম হলেও কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও জুটমিল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নাস্তার বিরতি দেয়া হয়। নাস্তা খাওয়ার পর সাড়ে ৯টার দিকে কারখানায় মেশিন চালু করতে গেলে শটসার্কিট থেকে আগুন ধরে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খবর পেয়ে সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যে সদরের দুটি ও কাহালু উপজেলার একটি ইউনিট ছিল।
কারখানার ওই শেডে ভিতরে প্রচুর পাটের সুতো ছিল। এ ছাড়া পাটের আঁশের বেলও ছিল শেডটিতে।এগুলোর বেশিরভাগই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
হাসান জুটমিলের উৎপাদন বিভাগের ব্যবস্থাপক মো. মতিউর রহমান জানান, প্রথমে কারখানায় থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নেভানো চেষ্টা করে শ্রমিকরা। কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে মিলের অন্তত এক কোটি টাকার পন্য ও যন্ত্রপাতি নষ্ট হয়।
শটসার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম। তিনি জানান, আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নিশ্চিহ্ন করতে আরও ঘণ্টাখানে সময় লাগে।
আব্দুল হালিম বলেন, জুটমিলের একটি শেডে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।