মহাস্থান নিউজ:
কলকাতার ইডেন গার্ডেনে ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে একটি সেমিফাইনাল সহ রাউন্ড রবিন লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই খেলবে। এছাড়া পাকিস্তানের ও বাংলাদেশের আছে দুটি করে ম্যাচ। পাঁচটি ম্যাচের জন্য আলাদা আলাদা ভাবে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইডেনের বিশ্বকাপ ম্যাচগুলির টিকিটের দাম জানিয়েছেন। ৬৫০ থেকে ৩০০০ রুপি পর্যন্ত টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে।
প্রত্যাশামাফিক ভারত-দক্ষিণ আফ্রিকা এবং একমাত্র সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম সবচেয়ে বেশি। আপার টিয়ারের টিকিটের মূল্য ৯০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১৫০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। এছাড়া ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে ৩০০০ রুপি খরচ করতে হবে।
ইডেনে সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের টিকিট। আপার টিয়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১০০০ রুপি। এছাড়া ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি।
পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান। এই দুই ম্যাচে আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ রুপি। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারির টিকিট পাওয়া যাবে ২২০০ রুপি করে।