মহাস্থান নিউজ:
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। সেটাও অতিথি হয়ে তাদের মাটিতে হারিয়ে এই স্বাদ পেয়েছেন মোহাম্মদ নবী, রশিদ খানরা। যা আফগানদের ওয়ানডে ক্রিকেটে অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে আফগানরা। আজ স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে মাঠে নামবেন তারা। আফগানিস্তানের দৃষ্টিনন্দন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
রহমানউল্লাহ, ইব্রাহিম, নবী, রশিদ, মুজিবদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্সের সমালোচনাও করেছেন। বাংলাদেশের এই দলটির বিপক্ষেই গত বছরের শেষ দিকে ভারত ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। তাই আকাশ চোপড়ার কাছে আফগানিস্তানের জয় ভিন্ন কিছু।
প্রথম ওয়ানডে আফগানিস্তান জেতে ১৭ রানে (বৃষ্টি আইনে)। পরের ম্যাচ তারা জিতে নেয় ১৪২ রানে। যা ওয়ানডে ক্রিকেটে তাদের তৃতীয় বড় জয়। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘আফগানিস্তান দুটি ম্যাচই জিতেছে। তারা বাংলাদেশকে তাদের মাটিতেই হারিয়েছে। এটা সেই দলটাই যাদের কাছে আমরা সিরিজ হেরেছিলাম। মনে করে দেখুন রোহিত ইনজুরিতে পড়েছিল এবং ভারত সিরিজটি হারিয়েছিল। ২-০ এ পিছিয়ে পড়ার পর ইশান কিশান শেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল।’
আফগানিস্তান এবার দুই ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স করেছে। বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন রহমানউল্লাহ, ইব্রাহিমরা। শেষ ম্যাচে এই দুই ওপেনার পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। এছাড়া স্পিনত্রয়ী নবী, রশিদ ও মুজিব বাংলাদেশের ব্যাটিংকে করে দিচ্ছেন এলোমেলো। উপমহাদেশের কন্ডিশনে এমন দুর্দান্ত বোলিং করায় বিশ্বকাপে তাদের ভালো করার সুযোগ দেখছেন আকাশ চোপড়া।
‘ওদের স্পিন আক্রমণ বিভাগ দুর্দান্ত। স্পিনাররা ধারাবাহিক উইকেট নিচ্ছে। ইব্রাহিম এবং রহমানউল্লাহ শেষ ম্যাচে অাগুনে পারফরম্যান্স দিয়েছে। উপমহাদেশের কন্ডিশনে এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই তাদের বিশ্বকাপে ভালো করতে উদ্বুদ্ধ করবে। তাই তাদেরকে গোনার বাইরে ফেলা ঠিক হবে না।’