মহাস্থান নিউজ:
নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার জেলার পোরশা ও ধামইরহাট উপজেলায় পৃথক সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পোরশা উপজেলার পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে জেলে আব্দুল জব্বার (৩৮) ও ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের আজিজুর রহমানের ছেলে কৃষক মোমিনুর রহমান (২২)।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ভোর থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুর্নভবা নদীতে বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে আব্দুল জব্বার জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় বৃষ্টির মধ্যে হঠাৎ করে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারে সদস্যরা জানতে পেরে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
অপরদিকে, জেলার ধামইরহাটে বজ্রপাতে মোমিনুর রহমান (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় জমির মালিক জাহেদুর ইসলাম নামে আরেক কৃষক আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কালুপাড়া মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মোমিনুর রহমান উপজেলার মইশড় গ্রামের আজিজুর রহমানের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মাঠে দুপুরে কৃষক জাহেদুর ইসলাম জমি রোপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই জমিতে বৃষ্টির মধ্যে কৃষক মোমিনুর রহমান পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান কৃষক মোমিনুর রহমান। এসময় আহত হন জমির মালিক জাহেদুর ইসলাম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে গুরুত্ব না হওয়ায় চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন।