মহাস্থান নিউজ:
দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে নবনির্বাচিত পাঁচ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩ জুলাই) খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শুধু নগরভিত্তিক উন্নয়ন নয়, একেবারে তৃণমূল গ্রামের মানুষের যাতে আর্থসামাজিক উন্নয়নটা হয় সেভাবে কাজ করছে।
এ সময় তিনি পাঁচ সিটি করপোরেশনে নবনির্বাচিতদের দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। যে দলেরই হোক না কেন আপনারা সকলের জন্য কাজ করবেন।