মহাস্থান নিউজ:
গার্ডনারের রেকর্ডে অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া
সবশেষ আট অ্যাশেজে আসেনি কোনো ফল, অবশেষে ২০১৫ সালের পর আবারও নারীদের অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া। আর অজিদের এই অ্যাশেজ জয়ে রেকর্ড গড়ে সবচেয়ে বড় অবদান রাখলেন অ্যাশলেই গার্ডনার। দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিংলাইন আপ ধসিয়ে দিয়ে তাদের মাটিতেই অ্যাশেজ জেতালেন অস্ট্রেলিয়াকে।
চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও গার্ডনারের তোপের মুখে পড়ে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৮৯ রানে জিতে আট বছর পর শিরোপা নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।
নারী অ্যাশেজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে এলিসা পেরির ৯৯ আর অ্যানাবেল সাদারল্যান্ডের ১৩৭ রানে ভর করে ৪৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত লড়াই করেছে ইংল্যান্ড। তবে ট্যামি বিমাউন্টের ডাবল সেঞ্চুরি আর অধিনায়ক হিদার নাইট ন্যাট স্কিভারের ফিফটির পরও ৪৬৩ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস। বিমাউন্ট করেন ২০৮ রান।
১০ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। শুরুটা ভালো হলেও পরে অবশ্য খুব বেশিদূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। বেথ মুনি আর অধিনায়ক অ্যালিসা হিলির ফিফটিতে ২৫৭ রান পর্যন্ত যেতে পারে অজিরা।
চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জয়ের জয় প্রয়োজন হয় ২৬৮ রান। ইংল্যান্ডের ইনিংসের শুরুটা বেশ ভালো করেছিলো দুই ওপেনার এমা ল্যাম্ব ও ট্যামি বিমাউন্ট। ৫৫ রানের ওপেনিং জুটির পরই দৃশ্যপটে আবির্ভাব ঘটে অ্যাশলেই গার্ডনারের। ট্যামি বিমাউন্ট দিয়ে শুরু, তারপর একে একে আরও সাত উইকেট নিয়ে ইংলিশদের ধসিয়ে দেন গার্ডনার। ৮৯ রানে জিতে নারীদের অ্যাশেজের শিরোপা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে গার্ডনারের দখলে ১২ উইকেট। রেকর্ডগড়া ম্যাচে ম্যাচসেরাও হন এই অজি অলরাউন্ডার।