মহাস্থান নিউজ:
বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স আগেই নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। আজ সোমবার (২৬ জুন, ২০২৩) গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় তারা। অপেক্ষাকৃত দুর্বল দলটিকে পিটিয়ে তুলোধুনো করে রেকর্ড ৪০৮ রান তুলে উইলিয়ামস বাহিনী। যা জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫১ রান। যা তারা ২০০৯ সালে করেছিল কেনিয়ার বিপক্ষে। তার আগে ২০০৩ সালে করেছিল সর্বোচ্চ ৩৪০ রান। আজ সব ছাপিয়ে তারা করে ৬ উইকেটে ৪০৮ রান।
মূলত শেন উইলিয়ামসের ক্যারিয়ার সেরা ১৭৪, রাজা ও বার্লের ঝড়ো ব্যাটিংয়ে এই তুলতে পারে স্প্রিং বকরা। অধিনায়ক উইলিয়ামস ৩৩ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫০ রান করেন। এরপর ৬৫ বলে ১১টি চার ও ৩ ছক্কায় করেন সেঞ্চুরি। আর ৮৭ বলে ১৯টি চার ও ৪ ছক্কায় করেন ১৫০। শেষ পর্যন্ত ১০১ বল খেলে ২১টি চার ও ৫ ছক্কায় ১৭৪ রান করে আউট হন তিনি। তখন জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ছিল ৩৮৭ রান।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন জিম্বাবুয়ের জয়লর্ড গুম্বি ও ইননোসেন্ট কাইয়া। এই রানে কাইয়া ফেরেন ৩২ রান করে। এরপর গুম্বি ও শেন উইলিয়ামস জুটি বাঁধেন। তারা দুজন দ্বিতীয় উইকেটে ১৩১ বলে দলীয় সংগ্রহে যোগ করেন ১৬০ রান। দলীয় ২১৬ রানের মাথায় গুম্বি ফেরেন ৫ চারে ৭৮ রান করে।
এরপর সিকান্দার রাজা ও উইলিয়ামস জুটি বাঁধেন। মারমুখী ব্যাটিংয়ে তৃতীয় উইকেটে তারা দুজন তোলেন ৮৮ রান। তাও আবার মাত্র ৪৫ বলে। দলীয় ৩০৪ রানের মাথায় মারমুখী হয়ে ওঠা রাজা ফিরেন ২৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রান করে।
এরপর রায়ান বার্ল এসে ঝড় তোলেন। তিনি মাত্র ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে আউট হন। যাওয়ার আগে উইলিয়ামসের সঙ্গে ৩১ বলে ৮১ রানের জুটি গড়ে যান।
শেষদিকে মারুমানির অপরাজিত ১৮ ও ব্রাড ইভান্সের অপরাজিত ৩ রানে ভর করে ৬ উইকেটে রেকর্ড ৪০৮ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
বল হাতে যুক্তরাষ্ট্রের অভিষেক পারাদকার ৯ ওভারে ৭৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অন্যদিকে জেসি সিং ১০ ওভারে ৯৭ রান দিয়ে নেন ২টি উইকেট।