মহাস্থান নিউজ:
রোববার রাতে আয়ারল্যান্ডকে ১৩৩ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই ম্যাচে আয়ারল্যান্ডকে বল হাতে গুঁড়িয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ৭৯ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। তার আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানের বিনিময়ে ৬টি এবং ওমানের বিপক্ষে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
পর পর তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের মধ্য দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুসের ৩৩ বছরের পুরনো এক ইউনিক রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।
১৯৯০ সালে একমাত্র বোলার এবং একমাত্র পেসার হিসেবে পর পর তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের ইউনিক রেকর্ড গড়েছিলেন ওয়াকার ইউনুস। আর রোববার দ্বিতীয় বোলার এবং একমাত্র স্পিনার হিসেবে টানা তিন ম্যাচে ৫ উইকেট শিকারের ইউনিক রেকর্ড ছুঁলেন লঙ্কান অলরাউন্ডার।
১৯৯০ সালের নভেম্বরে পাঁচ দিনের ব্যবধানে তিনবার পাঁচ উইকেট শিকার করেছিলেন ওয়াকার ইউনুস। তিনি নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রানের বিনিময়ে ৫টি, পরের ম্যাচে ১৬ রানের বিনিময়ে ৫টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট।
সীমিত ওভারের ক্রিকেটে পর পর তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করা খুবই বিশেষ ঘটনা।
অবশ্য ওয়াকার ইউনুসের রেকর্ড ছোঁয়ার ম্যাচে একটি লজ্জার রেকর্ডও স্পর্শ করেন লঙ্কান স্পিনার। ৭৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল। তার আগে ২০১৯ সালে ইংল্যান্ডের আদিল রশিদ ৮৫ রানের বিনিয়ে শিকার করেছিলেন ৫ উইকেট।