মহাস্থান নিউজ:
ইংল্যান্ডের নারী ক্রিকেটার ট্যামি বিউমন্ট। নারী অ্যাশেজে ব্যাট হাতে দারুণ কীর্তি গড়েছেন। ৪৯৮ মিনিট ক্রিজে থেকে, ৩৩১ বল মোকাবিলা করে ২৭টি চারে করেন রেকর্ড ২০৮ রান। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের নারী টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন ৮৮ বছরের পুরনো রেকর্ড।
সবশেষ ১৯৩৫ সালে ইংল্যান্ডের বেটি স্লোবল সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে ক্রাইন্টচার্চে এই রান করেছিলেন তিনি। এরপর গেল ৮৮ বছরে আর কেউ তাকে ছুঁতে পারেননি। বিউমন্ট শনিবার তাকে পেছনে ফেলে গড়েন নতুন এক নজির।
বিউমন্ট এর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষেও ডাবল সেঞ্চুরি (২০১ রান) করেছিলেন। প্রস্তুতি ম্যাচের সেই ফর্ম তিনি ধরে রাখলেন অ্যাশেজের মূল মঞ্চেও।
তিনি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান করেন ন্যাট শিভার ব্রান্ট। এছাড়া হিদার নাইট ৫৭ ও ড্যানি ওয়াট ৪৮ রান করেন। তাতে ১২১.২ ওভারে ৪৬৩ রানে অলআউট হয় ইংলিশ নারীরা।
তার আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ৪৭৩ রান। তাতে ১০ রানে লিড পায় সফরকারীরা।