মহাস্থান নিউজ:
বিশ্বকাপ কোয়ালিফাইয়ারে রীতিমত উড়ছেন সিকান্দার রাজা। আর তার উড়ন্ত পারফরম্যান্সে ডালাপালা মেলে ভেসে বেড়াচ্ছে জিম্বাবুয়ে।
আগের ম্যাচে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি পাওয়া রাজা শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার জ্বলে উঠেছেন। প্রথমে ব্যাট হাতে ৫৮ বলে ৬৮ রান করেন। পরে বল হাতে ৩৬ রানে নেন ২ উইকেট। সঙ্গে ২ ক্যাচ নিয়ে দলের দাবি মিটিয়েছেন দারুণভাবে। তাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোয়ালিফাইয়ারে তৃতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৬ পয়েন্ট নিয়ে তারা প্রথম দল হিসেবে নিশ্চিত করে ফেলেছে সুপার সিক্স।
হারারেতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে মাত্র ২৬৮ রানে গুটিয়ে যায়। উইকেটে ব্যাটিং করা তেমন কঠিন ছিল না। কিন্তু স্বাগতিকদের একাধিক ব্যাটসম্যান ভালো শুরু পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। তাতে স্কোরবোর্ডও সমৃদ্ধ হয়নি।
কিন্তু ওই রানই ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন করে তোলে জিম্বাবুয়ের বোলাররা। তাদেরকে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট করে। ৩৫ রানের পাওয়া জয়ে আনন্দে মেতে উঠেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে রাজা বাদে রান পেয়েছেন রায়ান বার্ল ও ক্রেইগ আরভিন। অধিনায়ক আরভিন ৪৭ রান করেন। বার্লের ব্যাট থেকে আসে ৫০ রান। এছাড়া জয়লর্ড গুম্বে ২৬ ও শেন উইলিয়ামস ২৩ রান করেন।
ক্যারিবীয়ান বোলারদের পক্ষে ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন কেমো পল। এছাড়া ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও আকিল হোসেন।
লক্ষ্য তাড়ায় তাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। ওপেনিংয়ে কাইল মায়ার্স ৫৬ রান তুলে ভালো শুরু এনে দেওয়ার পর নিকোলাস পুরানের ৩৪ ও রস্টন ৪৪ রানে তারা জবাব দিলেও তা যথেষ্ট ছিল না। অধিনায়ক শাই হোপ আশার আলো জ্বালিয়ে ৩০ রানের ইনিংস খেলেন। কিন্তু তাতেও জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে পারছিল না ওয়েস্ট ইন্ডিজ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে অসহায় আত্মসমর্পণ করতে হয় তাদের। বল হাতে জিম্বাবুয়ের সেরা তেন্ডাই চাতারা। ৫২ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া রাজার সঙ্গে ২টি করে উইকেট পেয়েছেন ব্লেসিংস মুজারাবানি, রিচার্ড গাভারা।
অলরাউন্ড পারফরম্যান্সে টানা দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন রাজা।