মহাস্থান নিউজ:
কার্লো আনচেলত্তিকে পেতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) রীতিমতো নাছোড়। কিন্তু ইতালিয়ান এই কোচের যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাকি আরও এক বছর। তাঁকে কোচ করতে মরিয়া ব্রাজিল এই এক বছরও অপেক্ষা করতে রাজি ছিল। শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন বলে সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে নিশ্চিত করেছেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। তবে আনচেলত্তি এখনই নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব নিচ্ছেন না। ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে তাঁর। এরপরই ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।
আনচেলত্তি বেশ আগেই জানিয়ে দিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে তিনি চুক্তির মেয়াদ শেষ করতে চান। তাই ব্রাজিল কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ‘না’ করে দিয়েছিলেন। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নাছোড়বান্দা অবস্থানের কারণে শেষ পর্যন্ত মত বদলেছেন বলে দাবি করেছে গ্লোবো।
গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে সিবিএফকে মৌখিক সম্মতি দিলেও এখনই এই কোচকে নিয়ে কোনো প্রকার ঘোষণা দিতে পারবে না ব্রাজিল। এটা ফিফারই নিয়ম। কোনো ফুটবলার বা কোচিং স্টাফ তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগপর্যন্ত নতুন কোনো চুক্তি সই করতে পারবেন না কিংবা এ নিয়ে ঘোষণা দিতে পারবেন না।
২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপে ব্যর্থতা ব্রাজিলের সঙ্গী অনেক দিন ধরেই। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল তারা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হারের পরই কোচ পদ ছেড়ে দেন তিতে। এর পর থেকেই নতুন কোচ খুঁজছে ব্রাজিল।
বিশ্বকাপের পর থেকেই আনচেলত্তিকে নিয়ে গুঞ্জন। তিনি ব্রাজিলের কোচ হওয়াকে ‘সম্মানজনক’ দায়িত্ব বললেও রিয়াল মাদ্রিদের চাকরিকেই প্রাধান্য দিয়েছেন। বার্নাব্যুতে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়ে দিয়েছিলেন। একটা পর্যায়ে মনে হচ্ছিল, আনচেলত্তিকে বোধ হয় ব্রাজিল পাবে না।
তবে সিবিএফের সভাপতি রদ্রিগেজও কিছুদিন আগে জানিয়েছিলেন, আনচেলত্তিকে স্থায়ীভাবে ব্রাজিলের কোচ বানানোর আশা থেকে তাঁরা সরে আসেননি। ব্রাজিল-গিনির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আনচেলত্তিকে নিয়ে কথা বলেন ভিনিসিয়ুস। তখনই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিভি গ্লোবোও ল্যান্স জানিয়েছিল, আনচেলত্তিকে কোচ বানানোর আলোচনাটা বেশ খানিকটা এগিয়েছে।
ল্যান্স এর আগে জানিয়েছিল, সিবিএফ সভাপতি ইউরোপ সফরে গিয়ে চেষ্টা চালাচ্ছেন আনচেলত্তির ব্যাপারে। সিবিএফ সভাপতির লক্ষ্য, ২০২৪ সালে ব্রাজিল কোচের দায়িত্ব নিতে আনচেলত্তিকে আপাতত মৌখিকভাবে হলেও রাজি করানো। সেই লক্ষ্যে আপাতত সফল সিবিএফ সভাপতি।