মহাস্থান নিউজ:
প্রচন্ড গরমে কয়েকদিন অনুশীলনের পর আফগানিস্তানের বিপক্ষে ৪দিন টেস্ট খেলতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। তাই ভাবা হচ্ছিলো, ক্রিকেটারদের ক’দিন বিশ্রাম দেয়া হবে। পূর্ণাঙ্গ বিশ্রামের পর আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আসল প্রস্তুতি শুরু হবে ঈদের পর ১ কিংবা ২ জুলাই; কিন্তু তা আর হচ্ছে না।
১৭ জুন ঢাকা টেস্ট শেষ হওয়ার পর মাত্র ৩ দিনের বিরতির দিয়ে আজ ২১জুনই অনুশীলনে নামতে হচ্ছে ক্রিকেটারদের। বুধবার দুপুর ২টায় হোম অফ ক্রিকেটে শুরু হয়ে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রাথমিক প্রস্তুতি।
বুধবার শুরু হওয়া এ প্রস্তুতি পর্ব হবে শেরে বাংলায়। চলবে ৩ দিন; ২১, ২২ ও ২৪ জুন। মাঝখানে ২৩ জুন শুক্রবার বিরতি। তারপর ঈদের ছুটি শেষে সরাসরি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ শুরুর আগে প্র্যাকটিসে নামবেন তামিম, সাকিব, মুশফিক, শান্ত, লিটন, মিরাজ, মোস্তাফিজ ও তাসকিনরা।
আগেই জানা তামিম ইকবালকে অধিনায়ক করে ১৫ জনের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে কোন নতুন মুখ নেই। পেসার তাসকিন, নাইম শেখ ও আফিফ হোসেন আবার দলে ফিরেছেন। সে সাথে অধিনায়ক তামিম ও প্রধান চালিকাশক্তি সাকিবও আছেন স্কোয়াডে।
কোমর ও পিঠের ব্যথার কারণে শেষ মুহূর্তে আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে না পারা অধিনায়ক তামিম এরই মধ্যে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন। আর সাকিব ঢাকা টেস্ট চলাকালীনই প্রথম ২-৩ দিন রানিং ও জিমওয়ার্ক শেষে বোলিং শুরু করেছেন।
আশা করা যাচ্ছে, তারা দু’জনই আগামী ৫ জুলাই বন্দর নগরী চট্টগ্রামের সাগরিকায় প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে মাঠে নামবেন। ৫, ৮ ও ১১ জুলাই তিন ওয়ানডে হবে চট্টগ্রামে। তারপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।