মহাস্থান নিউজ: রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনে এখন পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ৪০ শতাংশের ওপরে ভোট পড়তে পারে বলে আমার ধারণা। চার ঘণ্টা ভোটগ্রহণের পর কমিশনার এ মন্তব্য করেন। বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে রাশেদা সুলতানা এ কথা বলেন।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবে।
সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোটার পাশাপশি রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।
ভোটের সার্বিক পরিস্থিতি ভালো জানিয়ে রাশেদা সুলতানা বলেন, রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির গতিটা কম। বৃষ্টি হলেও ভোটের কাস্টিংটা বন্ধ ছিল না। ভোটার উপস্থিতি ভালো। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার বা অনিয়মের তথ্য নাই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার সম্পর্কে কমিশনের জানা নেই জানিয়ে তিনি বলেন, সম্ভবত আমার কলিগরা কেউ বলতে পারবে না।
ভোটার উপস্থিতি অনেক ভালো জানিয়ে এই কমিশনার বলেন, ঠিক কত শতাংশ হবে সঠিকভাবে বলা কঠিন। আমার ধারণা ৪০ শতাংশের ওপরে। এটা ধারণা থেকে বলছি। নিশ্চিত কোনো বিষয় না।