মহাস্থান নিউজ:
ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন ১৯৫৭-৫৮ মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৫৪ গোল করেছিলেন। তার এই রেকর্ডটি গেল ৬৫ বছরে কেউ ভাঙতে পারেনি। অবশেষে সেটি ভেঙে দিলেন ফ্রান্সের বর্তমান অধিনায়ক কালিয়ান এমবাপ্পে।
সোমবার দিবাগত রাতে ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ফ্রান্স। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ফন্টেইনের ৬৫ বছরের পুরনো রেকর্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে এক মৌসুমে তার মোট গোল এখন ৫৫টি।
পাশাপাশি এর মধ্য দিয়ে এমবাপ্পে ছুঁয়ে ফেলেছেন ম্যানচেস্টার সিটির তারকা আরলিং হালান্ডকেও। অবশ্য ফরাসি তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে হালান্ডের সামনে। আজ রাতে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে সাইপ্রাসের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে গোল পেলেই এমবাপ্পেকে পেছনে ফেলতে পারবেন হালান্ড।
এই জয়ে ‘বি’ গ্রুপের প্রথম লেগের চার ম্যাচের চারটিই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ফ্রান্স। ৪ ম্যাচে তারা ৯ গোল করে হজম করেনি একটিও। ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রিস আছে দ্বিতীয় স্থানে।