মহাস্থান নিউজ:
নওগাঁর রাণীনগরে ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন ধরে পুড়ে গেছে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামে শ্যামকৃষ্ণ সরকারের বাড়িতে। শ্যামকৃষ্ণ ওই গ্রামের নিতাই সরকারের ছেলে।
শ্যামকৃষ্ণ জানান, সন্ধ্যায় বাড়ির লোকজন কাজকর্ম করছিল। এসময় হঠাৎ করেই ঘরে রাখা ফ্রিজ থেকে দাউ দাউ করে আগুন ধরে। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি আগুন ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষের বিভিন্ন আসবাবপত্র, নগদ টাকা এবং বাড়ির ছাউনির প্রায় ৪৫বান্ডিল টিন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এছাড়া বাড়িতে থাকা প্রায় ৫ভরি স্বর্ণালংকার এখনো খুঁজে পাওয়া যায়নি। এতে সব মিলিয়ে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার আর এ শামিম বলেন, খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি বলেন বিদ্যুত লাইনে গোলযোগের কারণে ফ্রিজে আগুন ধরে। সেখান থেকেই পুরো বাড়ি আগুন ছড়িয়ে পরে। রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে স্থানীয় চেয়ারম্যানকে পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।