মহাস্থান নিউজ: বৃষ্টির কারণে নারী ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল গড়ালো রিজার্ভ ডে’তে। সোমবার (১৯ জুন) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ম্যাচটি মঙ্গলবার (২০ জুন) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার টুর্নামেন্টের আরেকটি সেমিফাইনালও বৃষ্টির কারণে গড়িয়েছে রিজার্ভ ডে’তে। বৃষ্টির কারণে দুই সেমিফাইনালের একটিতেও টস করা সম্ভব হয়নি। এবারের আসরে বৃষ্টির কারণে গ্রুপ পর্বে মোট ৭টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এরমধ্যে গ্রুপ পর্বে বাংলাদেশের দু’টি ম্যাচও ছিলো।
‘বি’ গ্রুপে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ৩ ম্যাচ খেলে ১ জয় ও ২টি পরিত্যক্ত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
পয়েন্ট টেবিলে একই অবস্থা শ্রীলঙ্কারও। কিন্তু রান রেটে পিছিয়ে গ্রুপ রানার আপ হয়ে শেষ চার নিশ্চিত করে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে ভারত ও পাকিস্তান নারী দল। দু’দলেরই সমান ৪ করে পয়েন্ট। রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন।