পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির চলমান আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির সামনে এখন একটাই পথ; আর সেটা হলো এই সরকারকে সরানো।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে, সরকারের পেছনে আজরাইল চলে এসেছে। দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।’
ক্ষমতাসীনরা সাজা দিয়ে মাঠ খালি করে নির্বাচন করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘১ হাজার ৩৭৫টি মিথ্যা মামলায় সাজা দিয়ে নেতাকর্মীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় সরকার, যার প্রথম পদক্ষেপ আমান ও টুকুর সাজা। অথচ একই মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহীউদ্দীন খান আলমগীর, নাসিম আসামি। কিন্তু তারা মুক্তি পেয়ে গেছেন, আর সাজা পান আমান-টুকু।’
এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের আশায় গুড়ে বালি। সাজা দিয়ে নির্বাচনের মাঠ খালি করা যাবে না। ১৭ জন দলীয় কর্মীকে হত্যা করেছেন। নির্যাতন চালাচ্ছেন, মামলা দিচ্ছেন। কিন্তু বিএনপিকে আটকে রাখা যায়নি। এই সরকারকে সরিয়ে দেয়াই বিএনপির সামনে একমাত্র পথ।’
ফখরুল অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গরিবের বাজেট বলে অর্থমন্ত্রী মশকরা করছেন। বাজেটে জনগণের কষ্ট লাঘব হবে না। উল্টো এই বাজেটে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থমন্ত্রীর বক্তব্য মশকরা ছাড়া কিছু নয়।’
মার্কিন ভিসা নীতি জাতি হিসেবে অমর্যাদাকর। এর দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যে সমাজব্যবস্থা তৈরি করেছে সরকার, তার জন্য এই ভিসা নীতি।’