ঢাকায় ডাকা পূর্বঘোষিত ‘শান্তি সমাবেশ’ স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ কর্মসূচি স্থগিত করলেও বিএনপি কর্মসূচি পালন করবে। নতুন সংসদের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
আওয়ামী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩০ জানুয়ারি নির্ধারিত শান্তি সমাবেশ ও মিছিল স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।
ওইদিনই বিএনপি কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার দেশব্যাপী শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।
এর আগে গত শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।