মহাস্থান নিউজ: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, ‘রমজান মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। যেনো দেশের কোন মানুষ কষ্টে না থাকে। রাজনৈতিক নেতৃবৃন্দকেও বিভিন্নভাবে দুস্থদের সহায়তায় এগিয়ে আসতে হবে। রমজান মাসে আপনারা যতটুকু পারেন অসহায় মানুষদের সহায়তা করেন।’
শুক্রবার দুপুরের পর বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ও চিকাশী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ব্যক্তিগত অর্থায়নে দুই ইউনিয়নের ২০০ দুস্থ ও অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, ইউপি চেয়ারম্যান সোনিতা নাছরিন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমুখ।