মহাস্থান নিউজ: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বেলা ১২টা ৩৬ মিনিটে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারের কাপড়ের মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিটের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দলও ঘটনাস্থলে কাজ করে।
রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের ৪-৫টি মার্কেটে। আগুনের এ তীব্রতা বাতাসের কারণে আরও বেড়েছে। বাতাসের দরুন আগুনের ব্যাপকতার বাড়ায় কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা আরও জানান, বঙ্গমার্কের আগুন বাতাসের কারণে এদিক দিয়ে মহানগর কমপ্লেক্সের পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়াল পর্যন্ত ছড়িয়েছে। এই আগুন পুলিশ হেডকোয়ার্টার অবধি চলে যাচ্ছে।