মহাস্থান নিউজ: বগুড়া শহরের স্কুল বাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।
এই দুর্ঘটনায় বিএফ শাহীন স্কুল ও কলেজের ঘাতক বাস (ঢাকা চ- ৩৮৭৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পলাতক আছেন।
বিষয়গুলো নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন।
পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার সকালে আলুবোঝাই ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুল বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।
ইন্সপেক্টর জালাল উদ্দিন আরও জানান, দুর্ঘটনার সময় বাসে কিছু শিক্ষার্থীও ছিলেন। তারা ঘটনার পরেই বাস থেকে নিরাপদে নেমে গিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।