মহাস্থান নিউজ:
বগুড়ায় বিসিক উদ্যেক্তা মেলায় প্রকাশ্যে সুমাইয়া জান্নাত (২৬) এক নারীর স্বর্ণের ব্রেসলেট চুরি যাওয়ার অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় শনিবার দুপুর ১ টার দিকে তিনি সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এরআগে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।
সুমাইয়া জান্নাত বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার ফয়সাল কবীরের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যার দিকে সুমাইয়া তার মেয়েকে নিয়ে শহীদ খোকন পার্কে বিসিক উদ্যেক্তা মেলায় ঘুরতে যান। মেলার এক প্রসাধনী দোকান মেয়েকে নিয়ে কেনাকাটা করার সময় অজ্ঞাত কেউ তাকে ধাক্কা দেয়। এসময় সুমাইয়া দেখতে পান মুহুর্তের মধ্যেই হাতে থাকা ৭ আনা স্বর্ণের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ব্রেসলেটটি খোয়া গিয়েছে।
সুমাইয়া জান্নাত জানান, পেছন থেকে কেউ ধাক্কা দেওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মাথায় আমার ব্রেসলেটি হারিয়ে যায়। এসময় আশপাশে বেশ ভীড় ছিল। ওই ভীড় থেকেই অজ্ঞাত কেউ ব্রেসলেট চুরি করে নিয়ে যায়। ঘটনার পরেই ওই স্থানসহ আশেপাশে অনেক খোঁজাখুজি করেও ব্রেসলটি পাইনি।
সুমাইয়া জান্নাত অভিযোগ করে বলেন, ঘটনার সময় ওই স্থানেই একজন পুলিশ সদস্য ছিলেন। তাকে ঘটনাটি জানালে, উনি সহযোগিতা না করে উল্টো বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম জানান, মেলা থেকে কারও মালামাল চুরি যাওয়া দুঃখজনক। এই ঘটনা গুরুত্বসহ দেখা হবে। পাশাপাশি পুলিশের কারও দায়িত্ব অবহেলা থাকলে এই বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।