মহাস্থান নিউজ:
আজ থেকে ভারতের গুজরাটে শুরু হতে যাচ্ছে মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যেই ভারত পৌঁছেছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টীম। গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে আজ বুধবার (৮ মার্চ) থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১২ মার্চ শেষ হবে এই আসর। এরপর ১৩ মার্চ দেশে ফেরার কথা বাংলাদেশ দলের। আগামী ৯ ও ১০ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ১১ মার্চ বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। টুর্নামেন্টটি উপভোগ করা যাবে https://www.cricket.com/ এই ওয়েবসাইট থেকে।
ভারতের আসরটিতে অংশ নিতে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সারররবিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও গ্রামীণফোন, ব্র্যাক, টিম ওরিয়ন, বিজিএমইএ, সিম গ্রুপ ও ইনফো পাওয়ারও রুয়েছে এই দলের পৃষ্ঠপোষকতায়। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম স্কোয়াড: মো. মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহ-অধিনায়ক), আহাদুল ইসলাম, রনি গায়েন, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, খোরশেদ আলম, মো. রাজন, উজ্জ্বল বৈরাগী, মহিদুল ইসলাম, মোরশেদ আলম, রবিন গায়েন, রনি গায়েন, ও স্বপন দেওয়ান।