মহাস্থান নিউজ:
কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নাম্বর ক্যাম্পে ফের রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ওই ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি (নেতা)। নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে নিহতের বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। একপর্যায়ে সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এসময় তারা বসতবাড়িতেও তাণ্ডব চালায়। পরে গুলিবিদ্ধ সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো খোলাসা করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ জানান, বুধবার সকালে কুতুপালং ক্যাম্প-২ ইস্টে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশের অভিযান চলছে।
নাম প্রকাশ না করার শর্তে রোহিঙ্গা নেতারা জানান, হেড মাঝি হিসেবে ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল সৈয়দ। এ কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা সবার।
এর আগে মঙ্গলবার (৭ মার্চ) ৯ নম্বর ক্যাম্পের মাঝি নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিককেও গুলি করে মেরেছে তারা। এর ২৪ ঘণ্টার মাথায় সৈয়দ হোসেন হত্যা করেছে তারা।