মহাস্থান নিউজ:
ঘরোয়া লিগে মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না চেলসির। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (উচল) যেন দেখা মিললো অন্য এক চেলসির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্ট্যামফোর্ড ব্রিজে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চেলসি। প্রথম লেগে ১-০ গোলে হারের পরও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করেছে দ্য ব্লুজরা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ডর্টমুন্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে চেলসি। আগের লেগে ১-০ গোলে হেরে যাওয়াও ফিরত্তি লেগে চেলসির ওপর চাপটা ছিলো বেশি। সেই চাপ কাটিয়ে স্টার্লিংয়ের গোল আর কাই হাভার্টজের পেনাল্টিতে ২-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে চেলসি। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথপম গোলের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়ে চেলসিকে। ম্যাচের ৪৩ মিনিটে চিলওয়েলের কাটব্যাক থেকে পেনাল্টি স্পটের কাছে বল পান রাহিম স্টার্লিং। সেই বল ডর্ট্মুন্ডের জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান স্টার্লিং।
১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলের দেখা পেতে আর বেশি অপেক্ষা করতে হয়নি চেলসিকে। ম্যাচের ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন কাই হাভার্টজ। ডর্টমুন্ডের মারিউস উলফের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য় নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলের ব্যবধান বাড়াতে একটুও ভুল করেননি হাভার্টজ।
ম্যাচের বাকি সময়টা গোল শোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে ডর্টমুন্ড। তবে চেলসির জালে আর বল জড়াতে পারেনি তারা। আগের লেগে ১-০ গোলে এগিয়ে থাকলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ডর্টমুন্ডকে।