মহাস্থান নিউজ:
বগুড়ার ধুনটে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য নাজনীন নাহারসহ মহিলা আ.লীগের ৫ নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আ.লীগের যুগ্ম সম্পাদক লিপি আকতার বাদী হয়ে এ অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দলীয় কর্মকান্ড নিয়ে বিরোধ রয়েছে। শহীদ দিবসে পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সভাপতির পক্ষের লিপি আকতার ও সাধারণ সম্পাদকের পক্ষের কাউসার জাহান কেয়া আহত হন।
এ ঘটনায় লিপি আকতার বাদি হয়ে মঙ্গলবার মধ্যরাতে থানায় লিখিত অভিযোগ করেন।
ওই অভিযোগে বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য, ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউসার জাহান কেয়া, ঝর্না খাতুন, রোকেয়া ও ডলি খাতুনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে নাজনীন নাহার বলেন, মহিলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। রাজনৈতীক প্রতিহিংসায় আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, লিপি আকতার নামে এক নারীর অভিযোগ পেয়েছি। এ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।