বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের সেখানে দেশের বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে প্রচেষ্টা জোরদারের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সাম্প্রতি ঢাকায় এফবিসিসিআই আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। এ বিষয়ে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, সরকার আমাদের উৎপাদন ব্যবস্থা স্থিতিশীল এবং বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহমান রাখতে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে কাজ করছে।
আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের অর্থনীতি ৩৫তম বৃহত্তম অর্থনীতি। এটি আমাদের জন্য একটি বড় অর্জন এবং এতে ধারণা করা যায়, আমরা ২০৩৫ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য সঠিক পথে এগোচ্ছি।
তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক ব্যবসা ও উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে আমরা এমনভাবে কাজ শুরু করতে পারি যাতে বাংলাদেশের প্ল্যাটফর্মগুলি উদ্ভাবন ও উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক ইনকিউবেটর হয়ে উঠতে পারে।