আজ শনিবার (২১ জানুয়ারি) ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা : অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগ’ নিয়ে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে ঢাকা যুক্ত হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক সিদ্ধান্ত চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্মকৌশল প্রণয়ন করছে ঢাকা। তবে এখনই ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) মতো কোনো মুক্ত বাণিজ্য ফোরামে যোগ দেওয়ার সিদ্ধান্তে আসেনি বাংলদেশ।
ডেপুটি পুলিশ কমিশনার সুহাইল শর্মা বলেছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। যে স্থানে এসব হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে, সেসব স্থানে আমাদের খোঁজ-খবর চলছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ একজন কর্মকর্তাকে।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারীর শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত; কিন্তু এখনো এ ধরনের অনুশীলনে জড়িত।
সূত্র: এনডিটিভি