বিভাগীয় এই কর্মসূচিতে অংশ নিতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সকালেই চট্টগ্রামের সিআরবিতে উপস্থিত হন। তিনি বলেন, ভোরে নোয়াখালী থেকে তাঁরা রওনা হয়ে সিআরবিতে আসেন। পথে তাঁরা কোনো বাধার সম্মুখীন হননি।
গোলাম হায়দার বলেন, গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা সরকারের বিদায়ের জন্য বার্তা দিচ্ছেন। কেন্দ্রীয় নেতারা যে কর্মসূচি দেবেন, তাঁরা তা পালন করবেন। একই কথা বললেন লক্ষ্মীপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মামুন।
শুধু নোয়াখালী-লক্ষ্মীপুর থেকেই নয়, বিভাগের অন্যান্য জেলা থেকেও নেতা-কর্মীরা নগরের সিআরবি এলাকায় এসেছেন। তাঁরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তাঁদের একটাই দাবি, এই সরকারের পতন।
নগরের আশপাশের উপজেলা থেকেও নেতা-কর্মীরা এসেছেন সিআরবিতে। ফটিকছড়ির বিএনপিকর্মী মো. নোমান বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় যাতে বর্তমান সরকারের পতন হয়, সে জন্য তিনি গণ-অবস্থান কর্মসূচি পালন করতে এসেছেন।