তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান, গুদাম কর্মকর্তা এএসএম মিজানুর রহমান সহ আরো অনেকে ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাজিপুরে বোরো ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ১৭৫৭ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ১৫৫৩ মেট্রিকটন ও গমের লক্ষ্যমাত্রা ১৮৬ মেট্রিকটন। ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৭ টাকা, চাল ৪০ টাকা এবং গম ২৮ টাকা করে ।