ওমর ফারুক(সানি):
আজ শনিবার (৩০-০৪-২০২২) ২৮ শে রমজান, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়,এস এস সি ব্যাচ ২০১৪ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও সকল বন্ধুরা একএিত হয়ে, ঐতিহাসিক পাকশী ইউনিয়ন এর বাঘইল দ্বোতলা সাঁকোর মুখ আমজাদ হোসেন স্মৃতি সংঘ মাঠ প্রাঙ্গনে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উপস্থিত সকল কে নিয়ে প্রথমে দোয়া এবং পরবর্তীতে ইফতার এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখর প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক দেশ সেবা পএিকা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ ওমরফারুক(সানি),বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য মোঃ আল-আমিন হোসেন ও মোঃ রবিন হোসেন, ঈশ্বরদী সতীর্থ থিয়েটারের একনিষ্ঠ সদস্য মোঃ নুর উদ্দিন রাজন, এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শাফি,
কনক,শাকিল,রকিবুল,সোহাগ,হালিম,সজল,শওকত,ইমন,অনি,জিয়াউর,শান্ত,শাওন,পোরাগ,সোহেল,কৌশিক,মাসুদ,নয়ন,শুভ।
মোঃ নুর উদ্দিন রাজন এর অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এই বছরেও ইফতার ও দোয়া মাহফিল টি সুন্দর ভাবে সমাপ্তি হয়।
সর্বশেষে আগামী দিনেও যেন আবুল হোসেন উচ্চ বিদ্যালয় এর এস এস সি ব্যাচ ২০১৪ এর সকল বন্ধুরা মিলে একএিত হয়ে আরো বড় ভাবে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পারি এই কথা ব্যাক্ত করে, উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।