ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।এ ঘটনায় আরও ২ জন আহত হওয়ার কথা জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, উক্ত শিক্ষার্থী তারই বন্ধু রিমেল এবং রিদম (চারুকলা অনুষদের ২০১৬-১৭ বর্ষ) সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনা স্থলেই ঐ শিক্ষার্থী মারা যান এবং তার বন্ধু রিমেল এবং রিদম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রিমেল এবং রিদমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উক্ত নিহতের ঘটনাকে কেন্দ্র করে রাবি ক্যাম্পাসে ট্রাকে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।