ফেনী সদর উপজেলায় ১২ টি উনিয়নের মধ্যে ৮ টি উনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত
এই ইউনিয়ন গুলা হলো যথাক্রমে
শর্শদীর জানে আলম,
কাজিরবাগ ইউনিয়নের সোহাগ,
ফাজিলপুরের মজিবুল হক রিপন,
ধর্মপুর ইউনিয়ন এর সাহাদাত হোসিন সাকা,
মোটবী ইউনিয়নের হারুনর রশিদ
কালিদহ ইউনিয়নের দেলোয়ার হোসেইন ডালিম
ফারহাদনগরের মোশারাফ হোসিন টিপু
বালিগাঁও মোজাম্মেল হক বাহার।
যে সকল ইউনিয়ন এর নিরবাচন অনুষ্ঠিত হবে
পাছগাসিয়া ইউনিয়ন, ধলিয়া,লেমুয়া, ও সনুয়া ইউনিয়ন