আজকে দ্বিতীয় দিনে আমাদের ৯৬ চরকালি দাস খাল খননের কাজ শেষ করতে পেরেছি। দীর্ঘ অনেক বছর যাবত দক্ষিন চর কালিদাস গ্রামের এক হাজার পরিবারের জলাবদ্ধতায় কারণে ঘরবাড়িতে এবং কৃষি জমি চাষ করার অন উপযোগী হয়ে পড়েছে তখন আমরা কিছু মুরব্বিদের কে নিয়ে ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন টিপু ভাইয়ের কাছে বিষয়টি তুলে ধরি । তিনি তাৎক্ষণিক খাল খননের উদ্যোগ নেন। খাল খনন করেন । এখানে পূর্বে কোন খাল ছিলো না পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিলো না। তিনি খাল খনন করে। এক হাজার পরিবারকে এবং হাজার হাজার কৃষিজমি চাষের উপযোগী করেন । আবার যখন খাল কে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী ভরাট করে ফেলেছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তখন আমরা আবার চেয়ারম্যান মহোদয় কে বিষয়টি অবগত করি তিনি আমাদেরকে তাৎক্ষণিক নির্দেশ দেন খাল সংস্কার করার জন্য সার্বিক সহযোগিতা করেন । তিনি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। ফরহাদনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোশারফ হোসেন টিপু ভাইকে ৯৬ চরকালি দাস সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ভাবে চির কৃতজ্ঞ ।