ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র আহ্বায়ক জনাব সাইফ মাহমুদ এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ আজ ১১ জুন সন্ধ্যা ৭:০০ টায় জাতীয় সংসদের ফেনী-২ আসনের মাননীয় সাংসদ ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম হাজারীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে ফেনীর রেডিক্স হোটেলে এফডিসি আয়োজিত মতবিনিময় সভার সিদ্ধান্তসমূহ এমপি মহোদয়কে অবহিত করা হয়। রেডিক্স হোটেলে এফডিসি সদস্যদের দাবী সমূহের মধ্যে ছিলো ফেনীর লালপুল ও গুদামকোয়াটারে নিত্য দুর্ঘটনায় প্রায় প্রতিদিনের প্রানহানী এড়াতে অনতি বিলম্বে ফ্লাইওভার নির্মাণের ব্যবস্হা করা, এমপি মহোদয় আমাদের দাবীর সাথে একমত পোষন করে দ্রুত উল্লেখিত বিষয়ে ব্যবস্হা গ্রহন করবেন বলে কথা দিয়েছেন এবং এই বিষয়ে ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটিকে পাশে থেকে সহযোগীতার হাত বাড়াতে অনুরোধ করেন। এফডিসি’র নেতৃবৃন্দ মাননীয় এমপি মহোদয়কে জানান, ফেনীর উন্নয়নে যে কোন সময় যে কোন কাজে সহায়তার হাত নিয়ে পাশে থাকবে এফডিসি । জনাব নিজাম হাজারী আলোচনার মাঝে একবার আমেরিকা প্রবাসী এফডিসির যুগ্ম-আহ্বায়ক গোলাম মাওলা চৌধুরীর সাথে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন, টেলিফোন আলাপের একপর্যায়ে নিজাম হাজারী এমপি গোলাম মাওলা চৌধুরীর আহ্বানে এফডিসির প্রধান উপদেষ্টা হতে সন্মতি দিয়েছেন। উল্লেখ্য জনাব নিজাম হাজারী ও গোলাম মাওলা চৌধুরী স্কুল জীবনের বন্ধু। নিজাম হাজারীর সাথে মতবিনিময়কালে এফডিসির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মাসুক, সদস্য সচিব শান্তি রন্জন চৌধুরী, আহ্ববায়ক কমিটির সন্মানিত সদস্য প্রথম আলো জেলা প্রতিনিধি আবু তাহের, গোল্ডেন প্রোডাক্টস এর সত্বাধিকারী মোস্তফা হোসেন, সিনিয়র আইনজীবি প্রিয়রঞ্জন দত্ত, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান, মহিউদ্দিন সেলিম, নুর উদ্দিন চৌধুরী, অজিত বরন দাস, মোতাহার হোসেন তারু, সজল মজুমদার , এডভোকেট সাইফুদ্দিন শাহীন,এডভোকেট রাশেদ মাযহার, হারুন উর রশীদ, অধ্যাপক সোহেল মুস্তাক,হাবিবুর রহমান, শেখ তাজউদ্দিন চৌধুরী ও কাফী দিদার।