দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কাঞ্চন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশার, কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনের পাট ও বস্ত্রমন্ত্রীর আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী প্রচার অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নেয় এ চার বিএনপি নেতা। তারা হলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আলমগীর হোসেন টিটু, কাঞ্চন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশার, কায়েতপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।