প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, ‘অবৈধ সরকারের পাতানো, সাজানো ও তামাশার নির্বাচন আমরা বর্জন করছি। তাই নিজেরা যেমন ভোট দেব না এবং অন্যদের ভোটদান থেকে বিরত রাখব’।
তিনি জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি না খেলে অবিলম্বে নির্বাচনের নামে ভানুমতির খেলা বন্ধ, অবৈধ সরকারের সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি ৬০ ফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন খান ও অ্যাডভোকেট আব্দুল হামিদ, জামায়াত নেতা নাকিব ফেরদাউস, আশিকুর রহমান ও আতিক হাসান প্রমুখ।
পল্লবীতে জামায়াতের বিক্ষোভ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী ও গুলশান অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য কুতুব উদ্দিন, সাইফুল কাদের, আবু হানিফ, জোবায়ের হোসেন রাজন,মহানগরী শিবির সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
ফার্মগেটে জামায়াতের বিক্ষোভ
প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল ও মোহাম্মদপুর অঞ্চলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জিয়াউল হাসান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল আজম, নোমান আহমেদি ও আলাউদ্দিন প্রমুখ।