জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান বলেছেন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচনী প্রহসনের আয়োজন করেছে। আগামী ৭ তারিখ দেশ রক্ষার শপথ নিয়ে ‘ডামি নির্বাচন’ বর্জন করতে হবে। অন্যথায় বাংলাদেশ মহাবিপর্যয়ের দিকে অগ্রসর হতে পারে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাসমিয়া প্রধান বলেন, জাগপা ছাত্রলীগের ইতিহাস ‘৫২’র ভাষা আন্দোলন, ’৬৯’ র গণঅভ্যুত্থান, ‘৭১’র স্বাধীনতা সংগ্রাম এবং ‘৯০’র গণঅভ্যুত্থান- এ দেশের সফল আন্দোলনের ইতিহাস। তাই চলমান আন্দোলনেও জাগপা ছাত্রলীগসহ দেশের সকল ছাত্র-জনতাকে বর্তমান আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের মাধ্যমে জনগণের দাবি আদায় করতে হবে। সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে ছাত্রদের রক্ত ত্যাগের আন্দোলন চালিয়ে যেতে হবে।
দেশবাসীকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ভোট বর্জনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গুম হওয়া মানুষগুলোকে ফেরত পাওয়া যেতে পারে, নিত্যপণ্যের বাজার আওয়ামী সিন্ডিকেটমুক্ত হবে, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্ত করা যাবে। তাই আপনার-আমার এবং দেশবাসীর ঈমানী দায়িত্ব ৭ তারিখ ভোট বর্জন করা।
জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, গণতন্ত্র পুণরুদ্ধারে চলমান আন্দোলন সফল করতে হলে মতপার্থক্য ভুলে ডান-বাম ও ইসলামি মূল্যবোধের ছাত্র সংগঠনগুলোর ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। দেশ রক্ষায় ছাত্রদের দায়িত্ব ঈমানী পরীক্ষার অংশ। সুতরাং আন্দোলনে ঝাঁপিয়ে পডুন।
জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, মো. আল আমিন ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সায়েদুল ইসলাম শাহেদ প্রমুখ।