সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বাদ পায় মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। টাইগার যুবাদের অনবদ্য নৈপুণ্যে দারুণ ভাবে খুশি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতেই এশিয়া কাপ জয়ী দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আর্থিক বোনাস দিয়েছে বিসিবি।
বুধবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোনাস প্রদান করেছে বিসিবি। প্রত্যেকে খেলোয়াড় পেয়েছেন এক লাখ টাকা আর সাপোর্ট স্টাফরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।
বিদায়ী বছরের ডিসেম্বর মাসে আরব আমিরাতকে হারিয়ে ট্রফি জেতে বাংলাদেশ। প্রথমবার এমন কৃতিত্ব গড়ায় যুব দলের খেলোয়াড়দের পুরস্কারের ঘোষণা দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যা আজ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ হাতে তুলে দিয়েছে বিসিবি।
আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় অুনষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এশিয়া কাপের স্কোয়াড নিয়েই প্রতিযোগিতায় খেলেবে টাইগার যুবারা। ২০ জানুয়ারি পাশ্ববর্তী দেশ ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের মিশন।