লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকায় নৌকা প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা ও স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটুকে একসঙ্গে দেখা যায়।
নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুকে জড়িয়ে ধরেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে আলোচিত দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচনী গণসংযোগকালীন লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকায় দুপক্ষ এক জায়গায় হলে নৌকা প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটুকে দেখামাত্র গাড়ি থেকে নেমেই বুকে জড়িয়ে ধরেন। একে অপরকে হাস্যোজ্জ্বল মুখে দুজন দুজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এ সময় উপস্থিত দুই প্রার্থীর সমর্থকরা, মাশরাফীর পক্ষে নৌকা নৌকা বলে স্লোগান দিতে থাকে, অপরদিকে লিটুর পক্ষে ট্রাক ট্রাক বলেও স্লোগান দিতে থাকে। দুই প্রার্থীকে এক সঙ্গে দেখে দুপক্ষের কর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। আলিঙ্গন শেষে মাশরাফী তার গণসংযোগের জন্য ওই এলাকা ত্যাগ করেন।
এ ঘটনায় নড়াইল-২ আসনে মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একে অপরের এই আলিঙ্গন এবং দুই প্রার্থীর এই উদারতাকে নির্বাচনীর আমেজ অনেকটা উৎসবে পরিণত হয়েছে বলে মনে করছেন এ আসনের জনগণ। এতে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়বে বলেও মনে করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।