সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে কোনোভাবেই সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে তিনশর কাছাকাছি পুঁজি গড়েও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি সফরকারীরা। টানা দুই হারে সিরিজও হেরেছে দলটি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজকের হারকে হতাশাজনক বলে মানছেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থতার কথা বললেন তিনি।
নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের মাটিতে ১৯ ওয়ানডের সবকটি হারল এশিয়ার দলটি। আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২৯১ রান। সিংহভাগ রানই করেন সৌম্য সরকার। ২ ছক্কা ও ২২ চারে ১৬৯ রান করেছেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ৪৫ রানের, মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শান্তর মতে, নতুন বলে এতগুলো উইকেট দেওয়ার কারণেই ম্যাচ হেরেছে দল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘উইকেট খুবই ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং-সিম ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে।’
২৯২ রানের লক্ষ্য দিয়েও লড়াই করতে না পারার দায় নাজমুল দিচ্ছেন বোলারদের ওপর, ‘আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দু-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’