কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন তুলে ধরে মানুষের কাছে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে। নিজেদের ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে কে কোথায় প্রার্থী হয়েছে সেইটা বড় বিষয় নয়। আমাদের সবার প্রিয় নেত্রী যার হাতেই নৌকা তুলে দিয়েছে তাকেই বিজয়ী করার জন্য কাজ করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (৩ ডিসেম্বর) দুপুুরে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক আরও বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, লুৎফুল বারী বাবু, এনামুল বারি টুটুল, সহ-অধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মামুনুর রশিদ মামুন, রুহুল আমিন বাবলু, কোয়েল ইসলাম, মোহাম্মাদ আলী সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, নুরুল আমিন শিশির, বনি সদর খুররুম, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পি, সুলতান মণ্ডল সজল, মশিউর রহমান মামুন, সিরাজুল ইসলাম রতন, খালেকুন্নাহার পলি, রাজিবুল ইসলাম রাজু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সাধারণ সম্পাদক লিটন শেখ প্রমুখ।।