বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে কিউইরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকেও হারিয়ে ফেলেছে সফরকারীরা।
সিলেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। নিজের ওভারের শেষ ডেলিভারিতে আউট সুইংয়ে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। শূন্য রানে সাজঘরের পথ ধরেন কিউই ওপেনার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১০৪ রান।
উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। তাকে সাজঘরে ফেরত পাঠান মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে কিউই ব্যাটারকে তুলে নেন এই টাইগার অলরাউন্ডার। সুইপ শট খেলতে গিয়ে ভালো মতো টাইমিং করতে পারেননি নিকোলস, যা হওয়ার তাই হয়েছিল। বল ব্যাটের ওপরের কানায় লেগে শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা নাঈম হাসানের কাছে চলে যায়। মাত্র ২ রানে ফিরে যান নিকোলস।
চা বিরতিতে যাওয়ার আগে ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে অপরাজিত আছেন ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে।